‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটেছে’

  06-10-2019 09:07PM

পিএনএস ডেস্ক : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উন্মেষ ঘটেছে।

সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনের সুযোগ পেয়েছে।

সারাদেশে শারদীয় দুর্গা পূজা উদযাপন পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, ততদিনই সব ধর্মের মানুষ তাদের ধর্ম পালনে সমান সুযোগ পাবে। দেশের উন্নয়নে এ দেশের সব ধর্মের মানুষ সমান অংশীদার। এভাবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে।

তিনি আরও বলেন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই। দেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্ব দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করাই তার মূল লক্ষ্য। সেই অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাই।

এর আগে শনিবার রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিজ বাসভবনে মতবিনিময় করেন মোহাম্মদ নাসিম। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক আলী, অ্যাডভোকেট আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, শামসুজ্জামান আলো, অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, শেখ সেলিম আহম্মেদ, দানিউল হক মোল্লা, অ্যাডভোকেট আব্দুল হাকিম, যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন