‘গরম খবর’ চলতেই থাকবে : কাদের

  07-10-2019 01:31PM

পিএনএস ডেস্ক:প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে দেশে যে শুদ্ধি অভিযান, দুর্বৃত্তায়ন বা দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হচ্ছে তার কোনো সম্পর্ক নেই বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশে শুদ্ধি অভিযানের সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্পর্ক কী? এ যোগসূত্রটা তারা কোথা থেকে আবিষ্কার করলেন। এর তো কোনো মানে আমরা খুঁজে পাচ্ছি না। এর রহস্যটা কী?

সোমবার (৭ অক্টোবর) সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গরম খবর চলতেই থাকবে। ১৫ দিনেই কি সব খবর পেতে চান? আমরা যা বলেছি তা শুধু মুখেই না কাজেও দেখিয়েছি। যারা কালপ্রিট তাদের কোনও ছাড় নেই।’

তিনি বলেন, ‘যুবলীগের সম্মেলন হচ্ছে। একই সঙ্গে নভেম্বরের মধ্যে কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিকলীগের সম্মেলনও হবে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৌখিক নির্দেশনা পেয়ে সংগঠনগুলোর কাছে সম্মেলন করতে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছি।’

কমিটিতে এবার কোনও পরিবর্তন আছে কিনা জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, ‘পরিবর্তন নির্ভর করে নেত্রীর মাইন্ড সেটের ওপর। তিনি যদি চান তাহলে পরিবর্তন হবে। নির্দেশনা দেওয়ার আমি কেউ নই। উপর মহল থেকে নির্দেশনা আসে, আমি সেই নির্দেশনা ফলো করি।’

প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ‘কিছু পেতে হলে কিছু দিতে হয়ে। আমরাতো এনেছি, আমাদের পাওয়ার বিষয়টি অনেক বেশি। সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে ৬৮ বছর পর এবং সেটি বাস্তবায়ন করেছে শেখ হাসিনা ও মোদি সরকার। সম্পর্ক ভালো থাকলে অনেক কিছু পাওয়া যায়। বৈরী সম্পর্ক থাকলে কিছুই পাওয়া যায় না। যা অতীতে হয়েছে।’

‘তিস্তা চুক্তিও সম্পন্ন হবে মন্তব্য করে বলেন, তবে এক্ষেত্রে ভারতের ইন্টারনাল বিষয় রয়েছে। সেখানে ঐক্যমতের সমস্যা আছে। তবে এ ব্যাপারে ভারত সরকারের আন্তরিকতার ঘাটতি নেই।’

সম্মেলনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিষয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারও নেই। কাজেই এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। পিটিয়ে হত্যা’র রহস্য উদঘাটন করা হবে। ’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন