‘আজকে দেশের সবচেয়ে বড় শত্রু নৌকালীগের ছত্রচ্ছায়ায় যারা আছে তারা সবাই’

  10-10-2019 11:48PM



পিএনএস ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, ‘আজকের ছাত্রলীগ নব্য রাজাকার না, তারা নব্য হানাদার বাহিনী। আজকে দেশের সবচেয়ে বড় শত্রু এই ছাত্রলীগ, যুবলীগ, নৌকালীগের ছত্রচ্ছায়ায় যারা আছে, তারা সবাই।’

আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলন আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ মন্তব্য করেন ববি হাজ্জাজ। এ সময় জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিও জানানো হয়।

ববি হাজ্জাজ বলেন, ‘অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকার দেশব্যাপী লেলিয়ে দিয়েছে তরুণদের। বুয়েট এ দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের একটা। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানকে পর্যন্ত এমনভাবে বিষাক্ত করেছে যে, এরা দেশের জন্য দাঁড়ায় তো না-ই, দেশের জন্য কেউ আওয়াজ করলে নব্য হানাদার বাহিনী হয়ে পিশাচের মতো তার ওপর ঝাপিয়ে পড়ে। আবরার দেশের জন্য কথা বলতে চেষ্টা করেছিল। তাকে দাঁড়াতে দেয় নাই। নির্মম অত্যাচারের পর আবরার প্রাণ হারিয়েছে।’

‘১৯৭১ সালে এই দেশে যে হানাদার বাহিনী অত্যাচার করেছিল, তারাও এতবড় সাহস করতে পারে নাই; আজকে এই ছাত্রলীগ যে সাহস করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আমাদের আগামী বুদ্ধিজীবীদের হত্যা করে যাচ্ছে। ১৯৭১ সালে যে বুদ্ধিজীবীদের আমরা বলিদান দিয়েছিলাম, সেই তালিকা কিচ্ছু না ছাত্রলীগের হাতে যে বলিদান দিতে হচ্ছে’, বলেও মন্তব্য করেন ববি হাজ্জাজ।

ভারতের সঙ্গে চুক্তির পর চুক্তি করে যাচ্ছি, একটা চুক্তিতেও আমরা কিছু পাই না। আমরা শুধু দিয়েই যাই বলেও মন্তব্য করেন এনডিএমের এই চেয়ারম্যান।

ববি হাজ্জাজ বলেন, ‘ফেনী নদীর চুক্তি নিয়ে আবরার ছোট্ট একটা লেখা লিখেছিল। আমাদের, আবরারের ভারতকে পানি দিতে আপত্তি ছিল না। কিন্তু পানি দেয়ার আগে দেশের ১৭ কোটি মানুষের পানির কথা চিন্তা করা হলো না কেন। ফেনীর পানি দিতে অসুবিধা নাই, কিন্তু তিস্তার পানি চাইতে আমরা কেন ভয় করি। আওয়ামী লীগ কি ১৭ কোটি বাংলাদেশির সরকার, নাকি মোদিবাহিনী, আরএসএসের মুসলমানহানি করার তাণ্ডববাহিনীর সরকার। ২০১৮ সালে নির্বাচনকে লুট করেছিল আওয়ামী লীগ। আমি মানি না, আওয়ামী লীগ এই দেশের সরকার, মানি না আওয়ামী লীগের সংসদ, মানি না আওয়ামী লীগের মন্ত্রিসভা।’

পিএনএস/ হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন