ছাত্রদলের সভাপতি-সম্পাদককে আদালতে হাজিরের নির্দেশ

  17-10-2019 09:35PM

পিএনএস ডেস্ক : ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ২০শে নভেম্বর হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকার সিনিয়র চতুর্থ সহকারি জেলা জজ নুসরাত সাহারা বীথি শুনানি শেষে এ নির্দেশ দেন। ওইদিন ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমরে ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মামলাটির শুনানি ছিলো।

এর আগে ২৩শে সেপ্টেম্বর সংগঠনটির নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক পদে ইকবাল হোসেন শ্যামলকে নতুন করে পক্ষভুক্ত করেন মামলার বাদী। গত ১২শে সেপ্টেম্বর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সংগঠনের কাউন্সিল অনুষ্ঠানের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই গত ১৮ই সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাড়িতে ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন