চুনোপুঁটি নয়, রাঘব বোয়ালদের ধরুন: আ স ম রব

  20-10-2019 06:50PM

পিএনএস ডেস্ক : আইনশৃঙ্খলা বাহিনীর চলমান ‘শুদ্ধি অভিযানে’ চুনোপুঁটিদের ধরা হচ্ছে মন্তব্য করে সরকারের উদ্দেশ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ‘চুনোপুঁটিদের ধরে লাভ নেই। রাঘব বোয়ালদের ধরে জনগণের সামনে হাজির করেন।’

রবিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডি আয়োজিত ‘ক্যাসিনোবিরোধী অভিযানের নামে আইওয়াশ, ভারতের সাথে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি ও আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং জাতীয় সরকারের দাবিতে’ অনুষ্ঠিত সমাবেশ ও মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান প্রসঙ্গে রব বলেন, ‘যারা অপারেশন করছেন তাদের উদ্দেশ্যে বলি- এই চুনোপুঁটিদের ধরে লাভ নাই। ওয়ার্ড কমিশনারকে ধরে লাভ নেই।’

তিনি বলেন, ‘যেসব বড় বড় রাঘব বোয়ালদের নাম যুবলীগ নেতা সম্রাট প্রকাশ করেছে তাদেরকে ধরে জনগণের সামনে হাজির করেন। তাদেরকে বিচারের আওতায় আনেন। তাহলে আপনাদের প্রতি জনগণের আস্থা বাড়বে।’

সরকারের কঠোর সমালোচনা করে রব বলেন, ‘এই মুহূর্তে সঙ্কট নিরসনের জন্য অবিলম্বে সরকারকে বিদায় করতে হবে। জাতীয় সরকার গঠন করতে হবে।’

এসময় তিনি ‘ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার গঠনে’ জনগণের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে অন্যদের মধ্যে জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন