জোটে আলোচনা করে মেননের বিরুদ্ধে ব্যবস্থা : নাসিম

  22-10-2019 04:00PM

পিএনএস ডেস্ক : নির্বাচন নিয়ে শরিক দল বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্যে ১৪ দল বিব্রত নয় জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, কোনও একক ব্যক্তির বক্তব্যে ১৪ দল বিব্রত হবে কেন? এটি মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে করা আদর্শিক জোট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ওপর মঙ্গলবার (২২ অক্টোবর) ১৪ দল আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, মেননের বক্তব্যের বিষয়ে জোটের বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজকের গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন— ১৪ দলের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অধ্যাপক এ আরাফাতসহ অন্যান্য শরিক দলের নেতারা। তবে আজকের ১৪ দলের বৈঠকে রাশেদ খান মেনন অংশ নেননি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন