‘ডেল্টা প্ল্যান যথাসময়ে বাস্তবায়ন হবে’

  23-10-2019 07:59PM

পিএনএস ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন- জলবায়ু ঝুঁকিতে থাকা অংশীদারদের মতামত গুরুত্ব দিয়ে বাস্তবায়ন হবে বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা। বিশাল ব্যয় নির্বাহে অর্থ প্রয়োজন, এক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের সহায়তা গুরুত্ব দিয়ে দেখছে সরকার। তবে কেউ না এলেও নিজেদের অর্থেই বাস্তবায়ন হবে এই উন্নয়ন মহাপরিকল্পনা।

বুধবার সকালে ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকে এমন তাগিদ দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, শতবর্ষের এই উদ্যোগ বাস্তবায়ন হলে আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
মন্ত্রী আরো বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবেলা করা না গেলে এই ভূখণ্ড টিকিয়ে রাখা কঠিন হবে। পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নৌপরিবহন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করা ১০টি মন্ত্রনালয় ৮০টি প্রকল্পে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে, যার মোট ব্যয় দাঁড়াবে ২ হাজার ৯০০ বিলিয়ন ডলার, যা জিডিপির ১২ শতাংশ।

প্রাকৃতিক দুর্যোগ একটি বিশ্বব্যাপী সমস্যা উল্লেখ করে উন্নয়ন সহযোগীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন পরিকল্পনামন্ত্রী।

তিনি বলেন, শতবর্ষব্যপী যে পরিকল্পনা, ডেল্টা প্ল্যান যেটাকে বলা হচ্ছে, এই জাতীয় জীবনের প্রতিটি অঙ্গকে ছুঁয়ে যাবে এই ৮০ বছরের কাজ। টাকা আমরা ধার করব, কেউ যদি অংশ নিতে চায় সানন্দে তাকে আমরা স্বাগত জানাবো, আমাদের উন্নয়ন সহযোগী বন্ধুরা আছেন, তাদেরকেও আমরা স্বাগত জানাবো। কিন্তু আখেরে নিজেদের কাজ আমরা নিজেদের জন্য, কারণ এইটা আমাদের মঙ্গলের জন্য।

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন