বাবরি মসজিদের রায় নিয়ে যা বললেন ড. আসিফ নজরুল

  09-11-2019 04:02PM

পিএনএস ডেস্ক:ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদের রায় হিন্দুদের পক্ষে গেছে। এ নিয়ে দেশ-বিদেশে আলোচনা-সমালোচনা চলছে। এ রায় নিয়ে আজ শনিবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

‘ভারতের দু্একটা প্রতিষ্ঠান ছিল গর্ব করার মতো। এরমধ্যে অন্যতম সুপ্রীম কোর্ট । কিন্তু হিন্দুত্ববাদী শাসনামলের চেতনা যে এ আদালতকেও গ্রাস করেছে তার প্রমান হচ্ছে বাবরী মসজিদ সংক্রান্ত রায়। এই রায়ের ভেতর দিয়ে বাবরী মসজিদের ভাঙনকে একধরনের বৈধতা দেয়া হয়েছে যা আরো অনেক অনাচারকে উৎসাহিত করবে। এ রায় ঘৃনাভরে প্রত্যাখান করছি।

তবে এ রায় আমাদের যতো কষ্ট দেক না কেন, মনে রাখতে হবে যে এর সাথে বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর কোন সম্পর্ক নেই। ফলে রায়ের কারণে কেউ যেনো তাদের কোনো ক্ষতি করতে না পারে, সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে সকলকে। কেউ অধম হলে আমরা উত্তম হবে না কেন?’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন