সাম্প্রতিক রেল দুর্ঘটনা ষড়যন্ত্রেরই অংশ হতে পারে : রেলমন্ত্রী

  16-11-2019 08:54PM

পিএনএস ডেস্ক : রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ষড়যন্ত্রকারীরা এখনও থেমে নেই। সাম্প্রতিক রেল দুর্ঘটনা ও রেলের বগিতে অগ্নিকাণ্ড নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে। ২০১৪ সালে হরতালের নামে দেশের সম্পদ পুড়িয়ে নষ্ট করা হয়েছে। বাস ও ট্রেনে আগুন দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনাতেও আমরা সেই ধরণের আলামত পাচ্ছি।

আজ শনিবার বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে চার দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, এর আগে একই এলাকায় বনলতা এক্সপ্রেসে ঢিল মারলে দুইজন নিহত হন। এছাড়া ওই স্থানে রংপুর এক্সপ্রেসে নাশকতা চেষ্টার ঘটনা ঘটেছে। তাই আমরা মনে করি এটি সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড। সেখানে কিছু লোক কাজ করছিল। আমরা তাদের গ্রেফোতার করেছি। আমরা আশাকরি পুলিশ প্রশাসনের মাধ্যমে শিগগির সঠিক ঘটনা উদঘাটন করতে পারবো।

পঞ্চগড় সহকারি কর কমিশনারের কার্যালয় আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, চেম্বার সভাপতি আব্দুল হান্নান শেখ, সহকারি কর কমিশনার আফরোজা বেগম বক্তব্য রাখেন। এতে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতাসহ স্থানীয় করদাতারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী চার দিনব্যাপি কর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন