‘জিয়ার সমাধিতে ফুল দিয়ে শপথ নিলাম, 'লড়াই-সংগ্রাম চলবে’

  09-12-2019 03:30PM

পিএনএস ডেস্ক : বর্তমান সরকারের সর্বগ্রাসী দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘আমরা আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শপথ নিলাম, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য আমাদের যে লড়াই-সংগ্রাম, তা অব্যাহত রাখবো।’

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন। এর আগে জাসাসের পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল।

এসময় তিনি বলেন, ‘দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে। দুর্নীতি শুধু আর্থিক দুর্নীতি হয় না। সামাজিক ও রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতিগুলোর অন্যতম। আর আমাদের দেশে এখন সব ধরনের দুর্নীতি শুরু হয়েছে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে আমরা দেখতে পাচ্ছি, শুদ্ধি অভিযানের নামে শুধু ছোটখাটো দুর্নীতিবাজদের গ্রেফতার করা হচ্ছে। যারা বড় বড় রুই-কাতলা, যারা সমাজকে গ্রাস করছে, তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হচ্ছে না।’

আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্নীতি দমন তারিখ ঘোষণা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজ আমি এই কথাটা বলতে চাই, আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক দুর্নীতি দমনের সাথে সাথে বাংলাদেশে যে দুর্নীতি সর্বগ্রাসী হয়ে উঠেছে তার বিরুদ্ধেও জনগণের প্রতিরোধ দরকার, জনগণকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার।

আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আদেশের শুনানির বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, ‘আমরা আগে দেখি কী হয়।’

বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশের কাছে নালিশ করছে- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘তাদের এই কথাগুলো বলা ছাড়া কোনও উপায় নেই। কারণ তাদের জনগণের কাছে কোনও জায়গা নেই। বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনও ভিত্তি নেই। তারা জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে আছেন। আর এসব কথা না বললে মিডিয়াতেও টিকে থাকতে পারবেন না।’

এসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক নায়ক হেলাল খান, সহ-সভাপতি জাহেদুল আলম হিটোসহ জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন