বিএনপিকে অভিযুক্ত করে ভারতীয় সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদ মির্জা ফখরুলের

  10-12-2019 02:11PM

পিএনএস ডেস্ক : বিএনপির আমলে সংখ্যালঘুদের নির্যাতন করা হয়েছে বলে ভারতের সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিবাদ জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘ভারতের সংসদে বলা হয়েছে- বিএনপি সরকারের আমলে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে। আমার এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

‘আমরা জোর গলায় বলতে পারি, বিএনপির আমলে এখানে সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা হয়েছে। সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের আমলে যতটা নির্যাতন হয়েছে, তা আর কখনো হয়নি’ যোগ করেন তিনি।

ভারতের নাগরিকত্ব আইন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তাদের সংসদে খুব পরিষ্কার করে বলা হয়েছে- বাংলাদেশ থেকে মুসলিম সম্প্রদায়ের লোকজন অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। এটা নাকি বিএনপির আমলে হয়েছে। নতুন নাগরিকত্ব বিলে বলা হয়েছে- অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু মুসলিমদের দেওয়া হবে না।’

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পূর্বঘোষিত বিএনপির শোভাযাত্রা পুলিশ করতে না দেওয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মানবাধিকার দিবস উপলক্ষে আমাদের কার্যালয়ের সামনে থেকে একটা শোভাযাত্রা বের হওয়ার কথা ছিল। সেভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু সকালে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নেতাকর্মীরা কার্যালয় থেকে যেন নিচে না নামে।’

বিএনপি এই মুহূর্তে কোনো সংঘাতে যেতে চায় না বলে উল্লেখ করে দলটির মহাসচিব বলেন, ‘আমাদের অধিকারগুলোর কথা বলছি। আপনার দেখেছেন, সভা-সমাবেশ করতে হলে অনুমতি নিতে হয়। এমনকি সাংগঠনিক কার্যক্রম করতেও অনুমতি নিতে হয়। দলীয় রাজনীতি সারাবিশ্বে স্বীকৃত মানবাধিকার। সেই মানবাধিকার রক্ষা করতে আজ শোভাযাত্রা করার কথা ছিল।’

তিনি বলেন, আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী গত ১০ বছরে ১,৫৯৯ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। তারা এর নাম দিয়েছে ‘বন্দুকযুদ্ধ’। বিএনপির হিসাবে এ সংখ্যা দুই হাজারেরও বেশি। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এক লাখের বেশি মামলা দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘আজ দেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখানে যে ব্যক্তি ভিন্নমত পোষণ করে তাকে হয় গ্রেপ্তার করা হয়, না হয় গুম করা হয়।’

আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সব ধরনের মানবাধিকার লঙ্ঘন করছে বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপিকে শোভাযাত্রা বের করতে দেয়নি হয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অনুমতি না থাকায় তাদের শোভাযাত্রা করতে দেওয়া হয়নি।

মঙ্গলবার সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়। পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজনকে দেখা যায়। পুলিশের পক্ষ থেকে বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীদের বের হতে বারবার নিষেধ করতেও দেখা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার এনামুল হক বলেন, ‘আজ সরকারি অফিস আদালত খোলা। ঢাকা শহরে অনেক যানজট। এর মধ্যে শোভাযাত্রা করলে যানবাহন চলাচলে সমস্যা হবে। যেহেতু বিএনপির শোভাযাত্রা করার অনুমতিও নেই, তাই শোভাযাত্রা করতে দেওয়া হবে না।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান প্রমুখ।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন