রহস্য ফাঁসের ভয়ে সাক্ষাৎ পাচ্ছেন না খালেদার স্বজনরা : রিজভী

  14-12-2019 05:17PM

পিএনএস ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সে কারণে আসল রহস্য ফাঁস হওয়ার ভয়ে বেগম জিয়ার পরিবারের সদস্যদের তার সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হচ্ছে না।’

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করে বলেন, ‘৩১ দিন অতিবাহিত হওয়ার পরেও গণতন্ত্রের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বজনদের তার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। বলা হয়েছে, উচ্চতর কর্তৃপক্ষের নির্দেশেই সাক্ষাৎ দেয়া হয়নি। অথচ আজকে বেগম জিয়ার সঙ্গে পরিবারের সদস্যদের সাক্ষাতের জন্য অনুমতি ছিল। আকস্মিকভাবে বেলা ২টায় অনুমতি বাতিলের কথা জানানো হয়েছে। আমরা বলতে চাই, উচ্চতর কর্তৃপক্ষ কে? কত উচ্চতায় তিনি অবস্থান করেন? এটি জেল কর্তৃপক্ষ না জানলেও জনগণ তা ভালোভাবেই জানে যে, জেল কর্তৃপক্ষের প্রভুরাই উচ্চতর কর্তৃপক্ষ।’

রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিহিংসার জ্বালা অনির্বাণ। এ জ্বালা স্তিমিত হওয়ার নয়। কারণ, ক্ষমতা হারানোর ভয়ে তার এ জ্বালা দাউদাউ করে জ্বলছে। আর সেজন্যই তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করতেই রাষ্ট্রযন্ত্রের সব অস্ত্রই প্রয়োগ করছেন। তার কারিগরিতেই গত বৃহস্পতিবার বেগম খালেদা জিয়া জামিন পাননি। শোকে-দুঃখে, রোগে তাকে কারাবন্দী রেখে জীবন বিপন্ন না করা পর্যন্ত শেখ হাসিনা অবৈধ ক্ষমতা-যন্ত্রের দ্বারা নিপীড়ন চালিয়েই যাবেন। আলো-বাতাসহীন বন্দিশালার বদ্ধ কক্ষে মৃত্যুকে বেগম জিয়ার ছায়াসঙ্গী করে রেখেছেন শেখ হাসিনা।’

‘এ বন্দিত্বের বিরুদ্ধে দেশ-বিদেশের সবাই সোচ্চার হওয়ার পরও মধ্যরাতের ডাকাতির নির্বাচনের মাধ্যমে প্রভূত ও নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী শেখ হাসিনা সেগুলোকে তোয়াক্কা না করে বেগম জিয়ার জামিন আটকে দিয়েছেন। আর আজ বেগম জিয়ার স্বজনদের সাক্ষাৎ করতে না দিয়ে বন্দীর অধিকারটুকুও ক্ষুণ্ন করেছেন। একজন সাধারণ বন্দীর সঙ্গে সাত দিন পরপর দেখা করার সুযোগ থাকে, সেখানে মাস পেরিয়ে গেলেও দেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার স্বজনদের দেখা করার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে,’- যোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আব্দুল আওয়াল খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন