৫০ বছর পরে কেনো রাজাকারদের তালিকা: ড. কামাল

  16-12-2019 03:04PM

পিএনএস ডেস্ক:জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পরে কেনো রাজাকারদের তালিকা তৈরি হলো? এই সরকার তো ১০ বছর ধরে ক্ষমতায় আছে। ১০ বছরে কেনো এটা সম্ভব হলো না?

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রোববার স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে নানাভাবে সহায়তাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকার পথম পর্ব প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পরে আরও রাজাকারের নাম প্রকাশ করা হবে।

এ বিষয়ে কামাল হোসেন বলেন, যারা এই জঘন্য অপরাধ করেছেন, তাদের দোষী চিহ্নিত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু কথা হচ্ছে এত দেরি হল কেন?”

রাজনৈতিক ঐক্য প্রসঙ্গে গণফোরাম সভাপতি বলেন, আমরা যদি বিভক্ত হয়ে থাকি, তাহলে যারা শোষণ করতে চায়, দুর্নীতি করতে চায়, তারা সুযোগ পেয়ে যায়। এগুলোকে মোকাবিলা করতে হলে জাতীয় ঐক্যের প্রয়োজন আছে। একাত্তরের অসম্ভবকে আমরা সম্ভব করেছিলাম। এখন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হলো ঐক্য, জনগণের ঐক্য। আর অসুস্থ্য রাজনীতি, বিভক্তির রাজনীতি যদি হয়, তখন কিন্তু মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন