খালেদা জিয়া কিছু ধরতেও পারছেন না, খেতেও পারছেন না: মির্জা ফখরুল

  06-01-2020 05:03PM

পিএনএস ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন অত্যন্ত অসুস্থ, তাঁর পরিবারের সদস্যরা গতকাল হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন। তিনি (খালেদা জিয়া) অত্যন্ত অসুস্থ, অবিলম্বে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন।’

সোমবার (৭ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিছানা থেকে উঠে মাত্র দশ কদম দূরে টয়লেটে যেতে পারছেন না। তিনি হাত দিয়ে কিছু ধরতে পারছেন না, কিছু খেতেও পারছেন না, যা খাচ্ছেন তা বমি করে ফেলে দিচ্ছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দেশনেত্রী এতটাই অসুস্থ হওয়ার পরেও তাকে তাঁর প্রাপ্য জামিন দেয়া হচ্ছে না, আমরা সরকারের কাছে দাবি জানাই— অবিলম্বে তাঁকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসা দেয়ার সুযোগ করে দেয়া হোক।’

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, ‘আপনারা জানেন যে, সম্পূর্ণ একটা মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে। আইনগত ভাবে তার জামিন তাকে দেয়া হচ্ছে না। দুর্ভাগ্যের বিষয় সরকার এই কাজগুলো করতে গিয়ে বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছে।’

তিনি বলেন, ‘সরকারের কাছে আমি বলব— অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে, তাঁর চিকিৎসার সুযোগ করে দিন। অন্যথায় সকল দায়দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে।’

এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল গণমাধ্যমে যে সংবাদ প্রকাশ হয়েছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করার জন্য কোন চিঠি দেইনি।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন উপস্থিত ছিলেন।

এছাড়া বিএনপির ভাইস-চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড অনেক আগেই পরামর্শ দিয়েছিল, যদিও সরকার বলে থাকে বিএসএমএমইউতে উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা বলতে চাই— সেখানে উন্নত চিকিৎসা হচ্ছে না, তাই অবিলম্বে তাকে উন্নতমানের হসপিটালে ভর্তি করার সুযোগ দেয়া হোক।’

তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘বিএসএমএমইউতে উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলে কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে কেন বিদেশে নেয়া হয়েছিল।’


পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন