‌ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহবান তাবিথের

  18-01-2020 12:01PM

পিএনএস ডেস্ক:সিটি নির্বাচনের দিন ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্র যাওয়ার আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেন, আপনার নির্ভয়ে কেন্দ্র যাবেন ভোট দিতে। বিএনপির নেতা-কর্মীরা আপনাদের সহযোগিতা করবে।

শ‌নিবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া১০ টার দিকে রাজধানীর খিলগাঁও তালতলা এলাকায় গণসং‌যোগে তি‌নি এ আহবান জানান।

তা‌বিথ আউয়াল বলেন, ব্যালট চুরির মাধ্যমে গণতন্ত্র হরণ করা হ‌য়ে‌ছে। এখন জনগণ আর নিজের ইচ্ছায় ভোট দি‌তে পা‌রে না। এবার বিএন‌পির নেতাকর্মীরা আপনাদের ভোটদানে সাহস দি‌বে। ভোটা‌ররা যা‌তে সুশৃঙ্খলভা‌বে ভোট দি‌তে পা‌রে সে সহ‌যোগিতা অব্যাহত থাকবে।

তি‌নি ব‌লেন, নির্বাচন ক‌মিশনারের উপর মানুষের আস্থা নেই। তারা লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি কর‌তে ব্যর্থ হ‌য়ে‌ছে। তারপ‌রে আমরা দেখ‌তে চাই নির্বাচন ক‌মিশন কি ক‌রে? সুষ্ঠু নির্বাচন হ‌লে ধা‌নের শী‌ষের বিজয় নি‌শ্চিত।

প্রচারণায় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, নির্বাহী ক‌মি‌টির সদস্য আবুল হো‌সেন, নিপুন রায় চৌধুরী, আকরামুল হাসা, ম‌হিলা দলের সাধারণ সম্পা‌দিকা সুলতানা আহ‌মেদ, কাউন্সিলর প্রার্থী লেলাল ক‌বির হেলু, যুবদ‌ল ঢাকা মহানগর উত্ত‌রের সভাপ‌তি এসএম জাহাঙ্গীর হো‌সেনসহ বিএন‌পি ও তার অঙ্গ সহ‌যো‌গি সংগঠ‌নের নেতাকর্মীরা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন