উদ্যোক্তা তৈরি করতে চায় সরকার: পলক

  18-01-2020 09:14PM

পিএনএস ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সরকার উদ্যোক্তা তৈরি করতে কাজ করে যাচ্ছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে কাজ করতে হবে। গ্রাম থেকে উদ্যোক্তা তৈরি করা দরকার। প্রাক্তন সিনিয়র শিক্ষক নাসির উদ্দিন শাহ-এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, কলমের কৃতি সন্তান আশরাফুল ইসলাম।

বক্তব্য রাখেন, গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা শিক্ষা অফিসার রমজান আলী, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু, সাবেক ইউপি চেয়ারম্যান নবীর উদ্দিন, পুন্ডুরী আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলী, কলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ শফিকুল কবির দুলু, চেঞ্জ ফাউন্ডেশনের সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

তিনি শনিবার দুপুরে নাটোরের সিংড়ার কলম পুন্ডুরি গ্রামে চেঞ্জ ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ, মা সমাবেশ ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ২৫০ জন শিক্ষার্থীর মাঝে উপকরণ, ৫৩ জনকে কোরআন শরিফ এবং ৪০০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন