পুলিশের সামনেই আমাদের নির্বাচনি প্রচারে হামলা: তাবিথ

  21-01-2020 03:18PM

পিএনএস ডেস্ক:নির্বাচনী প্রচারে ‘কাপুরুষের মতো’ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর গাবতলী এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় তাবিথ আউয়ালের ওপর এক দফা হামলা হয়। হামলায় তিনি আহত হন। পরে তিনি প্রতিক্রিয়া জানান। হামলার পর প্রাথমিক চিকিৎসা শেষে আবার প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

তাবিথ বলেন, আমরা ইতিবাচক ভাবনা নিয়ে গণসংযোগ শুরু করেছিলাম। পেছন দিক থেকে কাপুরুষের মতো আমাকে টার্গেট করে আমার ওপর হামলা করা হয়েছে। আমার সাথের সহকর্মী নেতৃবৃন্দকে মারা হয়েছে। কিন্তু আমরা পিছু হটবো না।’

বিএনপির প্রার্থী বলেন, ‘আমি আমার প্রতিপক্ষকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমার ওপর হামলা বিশেষ করে আমার মনোবল ভাঙবে না। পিছু হটাতে পারবেন না। গণসংযোগ এগিয়ে নেব। ১ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তা প্রমাণ করবো।’

তাবিথ বলেন, ‘দলীয় নেতাকর্মী ও সমর্থক এবং এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। আমরা আমাদের গণসংযোগ-যেটা ভোটারদের নিয়ে যাচ্ছে, সেটা করবো। আমরা কোনো ভয়ভীতি হামলায় পিছু হটবো না।’

পুলিশের সামনে হামলা হয়েছে এমন অভিযোগ করলেও তাদের ধন্যবাদ দিয়েছেন তাবিথ। বলেছেন, ‘সবচেয়ে ভয়ংকর কথা হলো-এই হামলা কিছু পুলিশ কর্মকর্তার সামনে হয়েছে।’

পুলিশকে উদ্দেশ্য করে তাবিথ বলেন, ‘আমি পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানাই তারা দায়িত্ব পালন করছেন। তারা নিজের চোখে দেখেছেন এই হামলা এলাকার ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী মজিব সরোয়ার মাসুম ও তার দলবল করেছে। তার যেন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন