পরিকল্পনামন্ত্রীর জন্য সংসদে কচুরিপানা নিয়ে গেছেন রওশন এরশাদ!

  19-02-2020 01:19AM

পিএনএস ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে রীতি অনুযায়ী বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। এ সময়, সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের পর বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে রওশন এরশাদ একাধারে দেশের অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্য ও চিকিৎসা খাতসহ কেন্দ্রীয় ও প্রান্তিক পর্যায়ের বিভিন্ন ইস্যু ও সমস্যা নিয়ে কথা বলেন।

এসময় পরিকল্পনামন্ত্রীর কচুরিপানা খাওয়ার বিষয় নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, দেশে কী এখন দুর্ভিক্ষ চলছে যে, কচুরিপানা খেতে হবে? আমি কিছু কচুরিপানা নিয়েও আসছিলাম, ওনাকে দেয়ার জন্য, উনিতো আজ আসেন নি।

এতোসব আলোচনার মধ্যেও রওশন এরশাদ জাতীয় সংসদে মুজিববর্ষ প্রসঙ্গে বলেন, জাতির পিতা কোনো রাজনৈতিক দল কিংবা সরকার যাই হোক না কেনো, তিনি সবকিছুর উর্ধ্বে। আমাদের সবার উচিত তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন