বিএনপি নয়, আওয়ামী লীগ করোনাভাইরাসে আক্রান্ত: নজরুল

  15-03-2020 05:23PM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাস নিয়ে সরকারের প্রস্তুতির সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ২০ দলীয় জোটের মুখপাত্র নজরুল ইসলাম খান বলেছেন, ‘আওয়ামী লীগ বলে, বিএনপি নাকি করোনাভাইরাস নিয়ে রাজনীতি করে। কিন্তু আমি বলবো, আওয়ামী লীগই করোনাভাইরাসে আক্রান্ত। যুবলীগ, মহিলা লীগ এমকি এখন আওয়ামী লীগ অফিসেও ভাইরাস হানা দিয়েছে বলে শোনা যায়।’

‘বিএনপি করোনাভাইরাসে আক্রান্ত'- ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘বিএনপি করোনা ভাইরাসে আক্রান্ত না। আপনাদের যুব সংগঠন ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে তাদের নেতৃত্ব বদলাইছেন। সম্প্রতি যুব মহিলা লীগ ভাইরাসে আক্রান্ত হয়েছে। আবার শুনলাম আওয়ামী লীগের অফিসের মধ্যে ভাইরাস হয়ে গেছে। ভাইরাসে তো আপনারা আক্রান্ত হয়েছেন, আমরা না। কিন্তু আমরা ভাইরাস থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছি। যেন সেই দোয়ায় করোনাভাইরাস থেকে শুরু করে আপনাদের মধ্যে থাকা ভাইরাস থেকেও আপনারা সুস্থ হয়ে যান। আমরা দেশে সুষ্ঠু রাজনৈতিক চর্চার প্রত্যাশা করি।’

রোববার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে ‘রক্তাক্ত স্বাধীনতা, গণতন্ত্র ও দেশনেত্রীর মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

নজরুল ইসলাম বলেন, ‘গণতন্ত্র বারবার হত্যা করেছে একদল আর বারবার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছে আরেক দল। কিন্তু তারপরেও যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্ম, সেই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে, পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্বদানকারী নেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে। আমরা সবাই তাঁর মুক্তি চাই।’

করোনা ভাইরাস প্রসঙ্গে তিনি বলেন, ‘মানুষ শঙ্কায় আছে, কখন কে করোনা ভাইরাস আক্রান্ত হয়। আর এ নিয়ে রাজনীতি করছে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি নাকি করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করে। আমি বলবো, বিএনপি করোনা ভাইরাস নিয়ে কখনোই রাজনীতি করে না।’

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘আমরা একটি রাজনৈতিক দল হিসেবে এ ব্যাপারে মতামত অবশ্যই ব্যক্ত করতে চাই যে, করোনা ভাইরাস নিয়ে সরকারের যথেষ্ট প্রস্তুতি নাই। অন্যান্য দেশে যে ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে সে তুলনায় আমাদের দেশের প্রস্তুতি খুবই কম। এই প্রস্তুতি শুধু যারা আক্রান্ত হয়েছে তাদের জন্য নয়, যারা তাদের চিকিৎসা করবে সেই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী তাদের জন্যও। এক্ষেত্রে যথেষ্ট প্রস্তুতি নেয়া প্রয়োজন।’

জাগপা একাংশের সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহদাতের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন ও লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন