শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন সুলতান মনসুর

  18-03-2020 01:40AM

পিএনএস ডেস্ক:বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ ও করোনা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।

ফেসবুক স্ট্যাটাসে সুলতান মোহাম্মদ মনসুর আহমদ লিখেছেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, রাজনীতির মহাকবি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। এই শুভলগ্নে আসুন সবাই মিলে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য সৃষ্টি করে কার্যকর ভূমিকা পালন করি এবং করোনাভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে সচেতন হই। কেননা বঙ্গবন্ধু আমাদের ঐক্যবদ্ধ হওয়ার যে দীক্ষা দিয়ে গেছেন, তা থেকে শিক্ষা নিয়ে যে কোনো দুর্যোগ বা মহামারী সম্মিলিতভাবে মোকাবিলা করা- ইনশা আল্লাহ আমাদের জন্য কোনো বিষয় নয়। পরিশেষে দেশে ও প্রবাসে অবস্থানরত প্রত্যেক বাঙালির সুস্থতা, সুন্দর জীবন, সুস্বাস্থ্য, দোয়া ও সহযোগিতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন