বিএনপির এজেন্টকে ছাড়াতে পুলিশ ভ্যানে ইশরাক

  21-03-2020 04:30PM

পিএনএস ডেস্ক:রাজধানীর জিগাতলায় গ্রেফতার হওয়া বিএনপির এক এজেন্টকে ছাড়াতে পুলিশ ভ্যানে নিজেই উঠে গিয়েছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জানা গেছে, ঢাকা ১০ আসনের উপনির্বাচনে জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির এজেন্ট মো. সেলিম হোসেনকে আটক করে পুলিশ ভ্যানে তোলে ধানমন্ডি থানা পুলিশ।

এ সময় দলীয় এজেন্ডকে পুলিশের হাত থেকে ছাড়াতে পুলিশ ভ্যানে উঠে পড়েন ঢাকা ১০ আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবির প্রধান এজেন্ট ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

পুলিশের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, আপনারা নির্বাচন চলাকালীন আমাদের এজেন্টকে অন্যায়ভাবে আটক করতে পারেন না। আমার এজেন্টকে ছেড়ে দেবেন না হয়, আমাকে আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে।

এর আগে সকালে জিগাতলা কুয়িন্স কলেজ কেন্দ্রে ইশরাক হোসেন বিএনপির ১২ জন এজেন্টকে প্রবেশ করিয়েছেন। পরে এটা নিয়ে বাইরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। এরপরই আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই শূন্য আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত করতে ২১ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা ১০ সংসদীয় আসনের সংসদ সদস্য ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। এরপরই আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই শূন্য আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত করতে ২১ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন