করোনাভাইরাসে খুলনায় গৃহবন্দি মানুষের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

  05-04-2020 03:02AM

পিএনএস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের হতদরিদ্র গৃহবন্দি মানুষের মাঝে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি।

শনিবার (৫ এপ্রিল) বঙ্গবন্ধু কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আমীর এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, মোল্যা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, হাসানুর রশিদ মিরাজ, রবিউল হোসেন, শেখ আনসার আলি প্রমুখ।

বিকেলে খুলনা মহানগরীর সদর থানার ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

এসময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, তৌহিদুল ইসলাম খোকন, মতিয়ার রহমান, সেলিম হোসেন, মেজবাউল আলম পিন্টু, মো. ফারুক হোসেন, আব্দুল করিম, আল-আমিন, ইয়াকুব জালাল, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম জুলহাস, সাইদুর রহমান, মাসুম, কাওছার আলি প্রমুখ।

ত্রাণ সামগ্রী বিতরণকালে মঞ্জু বলেন, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাস প্রতিরোধে আমাদেরকে মানবধর্মে উজ্জীবিত হয়ে সব ভেদাভেদ ভুলে এ মহাসঙ্কট উত্তরণের জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। এ সঙ্কটে দল ব্যক্তি নয়, সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানাতে হবে। এই সঙ্কট থেকে উত্তরণ পেতে হলে পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। এই দুর্যোগ শুধু আমাদের নয়, বিশ্বব্যাপী প্রকট আকার ধারণ করেছে। তিনি আবারও দলের জন্য থেকে যার যেটুকু সাহায্য দেওয়া সম্ভব তা নিয়ে এগিয়ে আসার আহবান জানান।

পিএনএস/হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন