আমার জীবনে এরকম মহা দুর্যোগ দেখিনি : সুলতান মনসুর

  23-05-2020 09:35PM

পিএনএস : করোনাভাইরাসের প্রভাবে সারাদেশ কার্যত লকডাউন। আতঙ্কের মধ্যে দিয়ে জীবন-যাপন করছে মানুষ। সবকিছু বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবীরা। সরকারিভাবে দুস্থ, অসহায় মানুষদের সহায়তা দেয়া হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা দিচ্ছেন জনপ্রতিনিধিরা।মোমবার পবিত্র ঈদুল ফিতর। ফেসবুক স্ট্যাটাসে ঈদুল ফিতরের মর্মবাণীকে ধারণ করে ৭১ রের ন্যায় ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জনগণের পাশে দাড়ানোর আহ্বান জানান মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর।

সুলতান মনসুরের ফেসবুক স্ট্যাটাস হুবহু তুলে ধরা হলো;

আমার জীবনে দেখা চলমান সংকট সমগ্র বিশ্বব্যাপী এক মহাসংকট। এর মধ্যেই আয়তনে ছোট কিন্তু জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে অন্যতম বৃহত্তর রাষ্ট্র বাংলাদেশের জনসাধারণ অতিক্রম করছে একটি কঠিন সময়।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এরকমই একটি সংকট মোকাবেলা করে আমরা এই দেশ কে স্বাধীন করেছিলাম। হযরত শাহজালাল রঃ, হজরত শাহপরান রঃ সহ হাজার, হাজার , ওলী,আউলিয়া,পীর, বুজুর্গ, ওলামা ও সুফি দরবেশরা শায়িত আছেন এই পবিত্র বাংলাদেশের মাটিতে। যার কারণেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন চলমান রয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময় উপযোগী কার্যকরী পদক্ষেপ ও মহামারী মোকাবেলায় দেশ ও জনগণকে রক্ষার কার্যকর উদ্যোগ সর্বত্র প্রশংসিত হচ্ছে।এরই ধারাবাহিকতায় আমার সংসদীয় এলাকা মৌলভীবাজার২ তথা কুলাউড়ায় মহামারী মোকাবেলায় সরকারী নীতি বাস্তবায়ন সহ, স্থানীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করার মধ্য দিয়ে জনসাধারণ কে রক্ষার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সামাজিক,রাজনৈতিক শক্তিও ভুমিকা রাখছেন। বিশেষ ভাবে প্রবাসে অবস্থান রত আমার সংসদীয় এলাকার ভাই বোনেরা অনেকেই আমার সাথে যোগাযোগের মাধ্যমে পৌরসভা সহ ১৪ ইউনিয়ন, গ্রাম,ওয়ার্ডে ত্রান বিতরণ ও অর্থ সাহায্য প্রদান অব্যাহত রেখেছেন। উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, আইন শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্য কর্মী সহ সংশ্লিষ্ট সকলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সকলের জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দীর্ঘায়ু, ও সুস্থ জীবন কামনা করছি। সেই সাথে করোনা প্রতিরোধ করতে গিয়ে ও আক্রান্ত হয়ে, এবং ঘূর্নিঝড় আমফান মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনী, র‍্যাব,ডাক্তার, স্বাস্থ্য কর্মী, সংবাদ কর্মী,স্কাউট সামজিক সংগঠন, সহ সাধারণ মানুষ যারা মৃত্যুবরন করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, ও সুন্দর জীবন প্রত্যাশা করছি।আসুন এই মহাসংকটে সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে পবিত্র ঈদুল ফিতরের মর্মবাণী কে ধারণ করে ৭১ রের ন্যায় ঐক্যবদ্ধ ভাবে দেশ ও জনগণের পাশে দাড়াই। আর এটাই হোক পবিত্র ঈদুল ফিতরের জনপ্রত্যাশা। দেশ ও বিদেশের সকল ভাই বোন ও সমগ্র মুসলিম উম্মাহকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ আমাদের সহায় হোন।আমিন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার জনগণের।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন