জুন মাসে বিপর্যয় নেমে আসবে: জোনায়েদ সাকি

  03-06-2020 05:22PM

পিএনএস ডেস্ক : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকার লকডাউন তুলে দিয়ে টেস্ট করছে। মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এভাবে চলতে থাকলে জুন মাসে বিপর্যয় নেমে আসবে। তাই সরকারের উচিত সাময়িকভাবে লকডাউনে যাওয়া।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের ঝুকির মধ্যে ফেলা দেওয়া হয়েছে। কারখানাগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তাদের আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা নেই।

বুধবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে নাগরিক ঐক্যের উদ্যোগে 'দুর্ভিক্ষ, মহামারি থেকে বাঁচতে কল্যাণ রাষ্ট্রের বিকল্প নেই' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব বলেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এতে সভাপতিত্ব করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন