যে কারণে ডা. জাফরুল্লাহকে নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন গণস্বাস্থ্যের চিকিৎসকরা!

  03-06-2020 07:36PM

পিএনএস ডেস্ক:করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা উন্নতির দিকে। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. মুহিব উল্লাহ খোন্দকার। তিনি বলেন, ‘নিয়ম-কানুন না মানা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে আমরা গণস্বাস্থ্যের সবাই খুবই উদ্বিগ্ন ছিলাম। তবে সময়ের ব্যবধানে জাফরুল্লাহ চৌধুরী এখন সুস্থতার দিকে।’

ডা. মুহিব উল্লাহ বলেন, ‘ডা. জাফরুল্লাহকে বাসায় আইসোলেশনে না রেখে হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। কারণ, এমনিতেই তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল।’

তিনি বলেন, ‘আমরা যারা সার্বক্ষণিক তার সাহচর্যে ছিলাম, সবাই নিজ নিজ বাসায় আইসোলেশনে আছি। তার স্ত্রী ও ছেলে বাসায় আইসোলেশনে রয়েছেন। তারাও সুস্থতার দিকে।’

গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র‍্যাপিড ডট ব্লট কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরীক্ষাতেও একই রেজাল্ট আসে।

বর্তমানে ডা. জাফরুল্লাহ ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া তার স্ত্রী এবং ছেলেও বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত। তারা বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন