করোনায় বগুড়া জেলা বিএনপি নেতার মৃত্যু

  26-06-2020 05:10PM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলার সাবেক সভাপতি ওমর ফারুক খান (৫৫) মারা গেছেন। শুক্রবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় প্রাণ গেলো ৪৫ জনের।

ওমর ফারুক খান বৃহত্তর বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বগুড়া শহরের বিআরটিসি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন।

বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ওমর ফারুক খান করোনায় আক্রান্ত ছিলেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপির সংসদ সদস্য মোশাররফ হোসেন জানান, ওমর ফারুক খান করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে সেখানে তিনি মারা যান।

তার মৃত্যুতে বগুড়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন