বিএনপির শীর্ষ নেতারা ঈদে কে কোথায় করছেন!

  01-08-2020 01:04PM

পিএনএস ডেস্ক : বছর ঘুরে আবারও এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। প্রতিবছরই এই সময়গুলোতে দেশের রাজনৈতিক অঙ্গনেও উৎসবের ছোঁয়া লাগে। দেখা যায় বিপুল উৎসাহ-উদ্দীপনা। এ বছর করোনা ভাইরাসের কারণে দেশবাসীর মধ্যে ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়ে গেছে। রাজনৈতিক পাড়ায়ও উদ্দীপনা দেখা যাচ্ছে না খুব একটা। তবে বিএনপির জন্য এবারের ঈদের বাড়তি একটা তাৎপর্য অবশ্যই আছে। আর সেটা হচ্ছে দুই বছর পর কারাগারের বাইরে ঈদুল আজহা উদযাপন করছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদিও করোনা সংক্রমণের কালে ঈদের দিন দলের শীর্ষ নেতারা নেত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে যাবেন কিনা- সেটা এখনও অনিশ্চিত।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গত ২৫ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই দিনই বিএসএমএমইউ থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ওঠেন অসুস্থ বেগম জিয়া। এরপর ফিরোজার বাসাতেই গত ঈদুল ফিতর উদযাপন করেন সাবেক এই প্রধানমন্ত্রী। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও ফিরোজাতেই উদযাপন করছেন তিনি।

কিন্তু ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন না তিনি।

এদিকে ঈদকে সামনে রেখে বিএনপি যেমন নিজেদের সব কর্মসূচিই করোনা ভাইরাস কেন্দ্রিক করেছে তেমনই দলটির নেতারাও এবার ঈদ উদযাপনের বিশেষ কোনও প্রস্তুতি নেননি। আর বিএনপি নেতারা প্রতিবারের ন্যায় এবারও যেমন ঢাকায় ঈদ করছেন তেমনই ঢাকার বাইরেও তৃণমূল নেতাকর্মীদের নিয়ে নিজ গ্রামেও ঈদ উদযাপন করছেন কেউ কেউ।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীরসহ দলটির স্থায়ী কমিটির সদস্যরা এবার ঢাকাতেই ঈদ উদযাপন করছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা এবার ঢাকাতেই ঈদ উদযাপন করছেন।’

ঈদের দিন সকালে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শামসুদ্দিন দিদার জানিয়েছেন, ঈদের দিন বেলা ১১টায় শুধু দলের স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে আব্দুল্লাহ্-আল-নোমান,মেজর অবঃ হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম, বরকত উল্লাহ বুলু , মো শাজাহান, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম ঢাকায় ঈদ করছেন বলে জানা গেছে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও ঢাকায় ঈদ করছেন।

এছাড়া চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্যে আমান উল্লাহ আমান ঢাকা, জয়নুল আবদীন ফারুক নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগে ঈদ করছেন, হাবিবুর রহমান হাবিব ঢাকায় ঈদ করবেন। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন হাবিব-উন-নবী খান সোহেলও ঢাকায় ঈদ করছেন। যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু ঢাকায় ঈদ করছেন। এছাড়া ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন নিজ জন্মস্থান বগুড়ায় এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নরসিংদী ঈদ করছেন বলে জানা গেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন