মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিএনপির গুলশান কার্যালয়ে সংঘর্ষ

  12-09-2020 07:47PM

পিএনএস ডেস্ক : ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এসএম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার বিকেলে শূন্য হওয়ার চারটি আসনের উপ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরুর পর এ ঘটনা ঘটে। তবে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, তেমন বড় কিছু হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একজনের মাথা ফেটে যায়। এ ছাড়া ঢাকা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী নবী উল্লাহ নবী ও অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সমর্থকদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।

এর আগে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে যুবদল নেতা এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন না দিতে দলের হাইকমান্ডের কাছে লিখিত আবেদন জানিয়েছেন বিএনপি সমর্থিত আট কাউন্সিলর প্রার্থী। আবেদনকারীরা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন