পাবনা-৪ উপ-নির্বাচন : বিএনপি প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

  23-09-2020 06:32PM

পিএনএস ডেস্ক : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাবিব লিখিত ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে মধ্যে উল্লেখযোগ্য হলো- ঈশ্বরদী-আটঘরিয়া হতে মাদকমুক্ত সমাজ গঠন করা, শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, ঈশ্বরদীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, ঈশ্বরদীতে উন্নত মানরে হাসপাতাল স্থাপন ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ঈশ্বরদী রেলগেটে ত্রিমুখী ফ্লাইওভার নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারী তথা গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পাকশীবাসীর চলমান উচ্ছেদ সমস্যার সমাধান করাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সংসদ সদস্য বারী সরদার, সিরাজুল ইসলাম সরদার, সেলিম রেজা হাবিব ও কেএম আনোয়ারুল ইসলাম, বিএনপিরচেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, কেন্দ্রীয় মহিলা দলের দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা, নারী নেত্রী ডলি খান, পাবনা জেলা বিএনপি নেতা আব্দুল মান্নান মাষ্টার, আব্দুস সামাদ মন্টু খান, নূর মোহাম্মদ বগা প্রমুখ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন