কবিতা: খিদমতগার

  16-07-2017 09:34PM

পিএনএস, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবুল হোসেন আবু :

প্রতিবেশীদের কারা খেতে পায়নি রাতের খাবার,
মানুষ মানুষের জন্য তাই বলে কি কখনও খোঁজ নিয়েছ তার!
হতদরিদ্র, ক্ষুধার্ত মানুষকে এড়িয়ে চলাটাকেই মনে কর ধন্য ও
তা’হলে কি তোমার গোলাঘর শূন্য?
কোথায় তোমার ধর্মীয় মূল্যবোধ, সামাজিক আচার?
চতুর্দিকে শুধু হায়ানার দল, দেখি শুধু অনাচার!
তুমিতো নিজেকে মনে কর ধর্মীয় মূল্যবোধের আপোসহীন কান্ডারী,
আসলে শুধুমাত্র নিজেকে সমাজে প্রতিষ্ঠিত কর সাম্যের ভান্ডারী!
ধর্মতো ক্ষুধার্ত মানুষকে জানিয়েছে সম্পদের সুষম বন্টন তথা সাম্যের বাণী,
তাই বলে কি তুমি ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করেছ জানি!
সর্বহারা মানুষের নাই কোথাও ঠাঁই,
তবে কি তারা সমাজের ঠিকানায় নাই!
ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখো শুধু স্বার্থের নিরিখে,
কখনও দাও না অন্ন ধর্মের আলোকে নিরহোরে!
তবে কি ইহলোকে তোমার ধর্ম পালন শুধু লোক দেখানো,
না কি তা পরলোকে বিধাতার করুনা পাওয়ার বুলি শেখানো!
শুধু কথায় নয় কাজে দেখাও বিধাতার ভক্তি,
অর্জন করো ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রাখার শক্তি!
যদি হতে পারো ‘খিদমতগার’ করতে পারো সেবা মানুষেরে,
তবেইতো পাবে বিধাতারে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন