রোহিঙ্গা শিশুরা কি মায়ের কোলেই মারা যাবে?

  17-09-2017 10:03AM


পিএনএস ডেস্ক মারাত্মক পরিবেশের মধ্যদিয়ে তারা বাংলাদেশে আসছে যেমন-,পায়ে হেটে, না খেয়ে, দীর্ঘসময় গরমের মধ্যে দিয়ে রোহিঙ্গা শিশুরা আসছে, আসার সময় পথে পথে বসে থাকতে হয়েছে। তাদের ঘর থেকে বের হয়ে ১০ থেকে ১৫ দিন সময় লেগেছে,এখানে এসে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে।

প্রখর সূর্যের তাপ, বৃষ্টি ভিজা যা শিশু শরীরের জন্য মারাত্মক ঝুকি, নতুন পরিবেশের আবহাওয়ার বিরুপ প্রতিক্রিয়া তো আছে। এ পরিবেশে দুই লক্ষের অধিক শিশু বেঁচে থাকতে পারবে?

শনিবার শাহ পরীর দ্বীপ থেকে ছবি গুলো ছবিগুলো তুলেছি, হয়ত ছবিতে তারা থাকবে,বেঁচে থাকবে কিনা জানি না।

সরেজমিন পরিদর্শনে যতদূর জেনেছি তাতে, আগত রোহিঙ্গারা সুশৃঙ্খল, তাদের থাকার ব্যবস্থা করতে, যথাযথ ত্রাণ বিতরণ এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ করা উচিৎ বলে আমি মনে করি।

লেখক: মানবাধিকারকর্মী ও ফটো সাংবাদিক, চট্টগ্রাম।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন