‘এমপির মেয়েকে’ নিয়ে একি বললেন তসলিমা নাসরিন!

  29-09-2018 05:54PM

পিএনএস ডেস্ক : রাজধানীর মিরপুর ১৩ নম্বরের স্কলাস্টিকা স্কুলের সামনে ডাবল লেনে পার্কিং করে রাখা প্রাইভেটকারটিকে সরিয়ে দিতে অনুরোধ করতে করতে এগোচ্ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট ঝোটন সিকদার। কিন্তু গাড়ির ভেতরে থাকা নারী তার সেই বিনীত অনুরোধের জবাবে উল্টো নিজেকে এমপির মেয়ে দাবি করে হুমকি-ধামকি দেন। সার্জেন্ট ঝোটন সেই হুমকির ভিডিও ফেসবুকে শেয়ার করেন। মূহুর্তেই তা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বইতে থাকে সমালোচনার ঝড়।

ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসা ওই নারী সার্জেন্টকে হুমকি দিয়ে বলছেন,

‘এই কার গাড়ির ছবি তোলো? এটা সরকারি দলের লোকের গাড়ি। কার গাড়ির ছবি তোলো? বেশি...কইরো না! তোমার মতো সার্জেন্ট কয় টাকা বেতনে চাকরি করে? কয় টাকা বেতনে চাকরি করে তোমার মতো সার্জেন্ট? আমরা প্রধানমন্ত্রীর লোক, ঠিক আছে? যদি সাহস থাকে...আমার বাবা জাতীয় কমিটির সদস্য, আমার বাবা এমপি, ঠিক আছে? তোমার মতো হাজারটা সার্জেন্ট...ঠিক আছে? কয়টাকা বেতনে চাকরি করো? হ্যাঁ চাকরই তো..চাকরই তো!’

ভিডিওটি শেয়ার করেন অসংখ্য মানুষ। অনেকেই ওই নারীকে মানসিক রোগী বলে অভিহিত করেন। তার বিচারও দাবি করেছেন কেউ কেউ।

ভাইরাল হওয়া ভিডিওটি চোখে পড়েছে নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনেরও। তবে ওই নারীর ব্যবহারে মোটেও সন্তুষ্ট নন বিতর্কিত এই লেখিকা। সম্প্রতি ফেসবুকে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মেয়েদের পক্ষে কতকাল যুদ্ধ করছি। এমন ছোট মনের মেয়ে দেখলে মন খারাপ হয়ে যায়। পুরুষের মতো ক্ষমতা পেলে মেয়েরাও হয়তো পুরুষের মতোই বদ হতো।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন