কবিতা: সাধারণ যুবক

  13-12-2018 03:56PM

পিএনএস, নুসরাত অপর্না :

গুলির শব্দে যুদ্ধ শিখে সাধারণ এক যুবক,
বই-খাতা ছেড়ে দিয়ে ধরে সে বন্দুক।

বাংলার বুকে আঘাত হেনেছে হানাদার,
ঘরবাড়ি পুড়ে সব করেছে ছারখার।

আগুনের উক্তাপে গলে মায়ের অশ্রু,
বোনের কাপড়ে ছেঁড়ার শব্দে খসে আব্রু।

বাবার রক্তে সবুজ জমিন হয় রঙিন,
যুবকের মনে জেগেছে আজ মুক্তির হরিণ।

ছুটে চলে নিরন্তর পথে ঘাটে-মাঠে,
গুলির আঘাতে পাকসেনা মাটিতে লুটে।

ফিরে আসে যুবক রাত্রি শেষে বিজয়ীর বেশে,
লাল-সবুজের পতাকা হাতে স্বাধীন বাংলাদেশে।

লেখক: নুসরাত অপর্না

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন