বৈশাখী সংস্কৃতি নিয়ে এক হিন্দু মেয়ের স্ট্যাটাস ও মুসলিমদের লজ্জা!

  13-04-2016 07:18AM

পিএনএস (সৈয়দ হাফিজুল ইসলাম) : এসব মুসলিমদের লজ্জা থাকা উচিৎ! আর লজ্জা থাকবেই বা কেন। নুনু কাটলেই তো আর মুসলমান হয় না। নুনু আমেরিকান খ্রিস্টানরাও আজকাল কাটে, রোগ হবে সেই আশঙ্কায়। আর মুসলমান হওয়া কোন বাপদাদার পৈতৃক সম্পত্তিও না। মুসলমান ব্যক্তিগতভাবে হতে হয়, মুসলিম সংস্কৃতি পালনের মাধ্যমে। আল্লাহ-ই বলেছেন,“ইয়া আয়ুহাল্লাজিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তু-কাতিহি অলাতামু তুন্না ইল্লা- ওয়া আনতুম মুসলিমুন” অর্থ - হে ইমনদারগণ ,আল্লাহকে ভয় করার মত ভয় কর এবং মুসলমান না হয়ে মৃত্যু বরণ কর না।

এই আয়াতে ইমানদারদের মুসলমান হতে বলেছেন সয়ং আল্লাহ-ই। ইমান কিন্তু সবারই আছে। কারণ ইমানের যে মৌলিক ৭টি বিষয়, আল্লাহ, ফেরেশতা, কিতাব, নবী-রাসূল, তকদির, মৃত্যুর পর পুনরুথান, জান্নাত-জাহান্নাম এগুলো সবাই মানি, বিশ্বাস করি। কিন্তু মুসলমান হতে হলে কাজে দেখাতে হবে। শুধু জানলেই মুসলমান হয় না, মুসলমান হতে হলেে ইসলামের সংস্কৃতি অনুযায়ী চলতে হয়।

দেখুন ছবিতে একজন অমুসলিম মেয়ের স্ট্যাটাস। তার নাম অনিতা চক্রবর্তী।
কথাগুলো ১০০%সত্য।
কিন্তু এদেশের মানুষ মনে করে শুধু নুনু কাটলে আর শুক্রবার নামাজ পড়লেই মুসলমান হয়ে যায়্ আর বাইরে ভিন সংস্কৃতির নামে অকাম যা চলুক সমস্যা নেই!

লেখক -সাংবাদিক
ই-মেইলঃ [email protected]


অমুসলিম বোনের স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হলো-
“বৈশাখী সংস্কৃতি শুধু সনাতন ধর্মাবলম্বীদের
জন্য পালন করা একটি আনন্দের কথা।।
মুসলিমদের কেন?
মুসলিমদের সংস্কৃতি শুধু রবিউল আওয়াল
মাসে পালন করবেন। আরবি সন হিসেবে।।
এটা হোক আপনাদের আনন্দ উল্লাসের দিন।
বৈশাখীর শুভাযাত্র মিছিলে প্রথম সারিতে
খেয়াল করে দেখবেন দেবদেবীর ছবিসহ
মিছিল করা হয়।।
এটা হিন্দুদের প্রতিমা।
আপনি একজন নামাজ পড়ুয়া কোরআন
পড়ুয়া বিবেকবান বুদ্ধিমান মানুষ যদি হিন্দু
ধর্মের সংস্কৃতিতে বিশ্বাসী ও পালন করেন"
তাহলে আমার আব্বু সুনিল চক্রবর্তী ও
আপনার মাঝে তফাৎ কোথায়?
এছাড়া অনেক মুসলিম ভাই বোনদের দেখেছি
বোরকা কিনবা পাঞ্জাবি পড়ে বিভিন্ন পুজায়
অংশ গ্রহন করতে।।
কেন? কেন যাবেন?
আপনার ধর্মীয় মিলাদ মাহফিল
ওয়াজ মাহফিল তাফসির মাহফিলে কতজন
হিন্দু এটেন্ট করে?
পারবেন কোন জবাব দিতেন? পারবেন না।।
পরিশেষে বলছি যারা শ্লোগান দেন ধর্ম যারযার
উৎসব সবার। এটা একটা ধুকাবাজি শ্লোগান।
ধর্ম যার যার
উৎসব যার যার
‪#‎অনিতা‬।”

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন