নেইমারে ২০.৫ মিলিয়ন ইউরো জরিমানা গুনল বার্সা

  14-10-2014 01:09AM

পিএনএসঃ নেইমার দ্য সিলভাকে কিনতে গিয়ে কর ফাঁকি দিয়েছিল বার্সেলোনা। বিষয়টি তারা চেপে যেতে চাইলেও আইনকে ফাঁকি দিতে পারেনি। স্পেনের আদালতে মামলা হয় বার্সার বিপক্ষে।
প্রায় এক বছর ধরে এই মামলায় লড়ে বার্সা। কিন্তু যতই দিন যেতে থাকে ততই তারা আইনের জালে আটকে যেতে থাকে। শেষ পর্যন্ত কর ফাঁকি দেওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছে কাতালান ক্লাবটি। তাই বলে রেহাই পায়নি জরিমানার হাত থেকে। কর ফাঁকির মামলায় তারা ২০.৫ মিলিয়ন ইউরো জরিমানা দিতে যাচ্ছে।
শনিবার আদালতে বার্সেলোনা জানিয়েছে, তাদের কর গণনায় ভুল হতে পারে। আর সেই কারণেই এমনটি হয়েছে।
এই মামলা থেকে অব্যাহতি পেতে বার্সা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। গেল সপ্তাহে নেইমারের বাবা স্পেনে এসেছেন। আদালত তার কাছে থেকেও সাক্ষ্য গ্রহণ করেছে। নেইমারের বাবা বার্সেলোনার শেখানো বুলি আওড়ানোর চেষ্টা করেন। কিন্তু সেটা আদালতের কাছে গ্রহণযোগ্য হয়নি। কাতালান ক্লাবটির সব ধরনের প্রচেষ্টাই যখন ব্যর্থতায় রূপান্তরিত হলো, তখনই তারা তাদের ভুল হওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছে।


পিএনএস/সাইয়িদুজ্জামান/শাবী

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন