চোট কাটিয়ে ফিরছেন নেইমার

  17-01-2018 01:22PM

পিএনএস ডেস্ক: পাঁজরের চোটে আগের ম্যাচে নঁতের বিপক্ষে মাঠে নামা হয়নি পিএসজির সেরা তারকা নেইমারের। আজ (বুধবার) ডিজনের বিপক্ষে রাতে মাঠে নামবে এমেরির দল। এ ম্যাচ দিয়ে আবার মাঠে ফিরতে পারেন নেইমার। এমন ইঙ্গিত দিয়েছেন পিএসজি কোচ।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ বলেন,“ আমিয়াঁর বিপক্ষে ম্যাচে নেইমার পাঁজরে ব্যথা অনুভব করে। তবে সোমবার সে দলের সঙ্গে অনুশীলন করেছে। এখন দেখবো সে কেমন বোধ করে।”

নেইমারের মাঠে নামা নিয়ে এই কোচ আরও বলেন, নেইমার ডিজনের বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত থাকবে। তবে সাধারণত এই রকম ইনজুরির জন্য এক বা দুই সপ্তাহ বাইরে থাকা উচিত। কারণ আবারও গুতো লাগলে সে ব্যথা পেতে পারে।

নেইমারকে ছাড়াই নঁতের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। ২০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন