নেইমারের হ্যাটট্রিকসহ পিএসজির গোলোৎসব

  18-01-2018 09:54AM


পিএনএস ডেস্ক: চোট কাটিয়ে ফেরা নেইমার খেলবেন কি না-সেটাই নিশ্চিত ছিল না। তবে সব শঙ্কা দূরে ঠেলে শুরুর একাদশেই নামলেন মাঠে। জ্বলে উঠলেন, করলেন অসাধারণ এক হ্যাটট্রিক। সেখানেই থামেননি, গোল উদযাপন করলেন আরো একবার। ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের এমন দাপুটে পারফরমেন্সের রাতে পিএসজিও পেল বিশাল এক জয়।

আনহেল দি মারিয়া, এদিনসন কাভানি, কিলিয়ান এমবাপেও আলো ছড়ালেন। আক্রমণভাগের এমন নৈপুণ্যে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে দিজোঁকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি।

দি মারিয়া দুটি এবং কাভানি ও এমবাপে একটি করে গোল করেন।

নিজেদের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। বাম দিকের ডি-বক্সের ওপর থেকে ডি মারিয়ার বাম পায়ের বাঁকানো শট দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়। নঁতের বিপক্ষে পিএসজির ১-০ ব্যবধানে জেতা ম্যাচেও গোলটি করেছিলেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

পঞ্চদশ মিনিটে কাভানি-নেইমার-ডি মারিয়া ত্রয়ীর মিলিত প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে নেইমারকে বাড়ান কাভানি। আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নেওয়া শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে টোকা দিয়ে জালে জড়িয়ে দেন ডি মারিয়া।

২১ মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে নেয় পিএসজি। ডান দিক থেকে ডি মারিয়ার বাড়ানো ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন কাভানি। এ গোল দিয়েই জ্লাতান ইব্রাহিমোভিচের পিএসজির হয়ে গড়া সর্বোচ্চ ১৫৬ গোলের রেকর্ডে ভাগ বসান উরুগুয়ের এই ফরোয়ার্ড।

নিজে ফাউলের শিকার হয়ে পাওয়া ফ্রি কিকের সুযোগ ৪২ মিনিটে কাজে লাগান নেইমার। ডি-বক্সের একটু ওপর থেকে তার বাঁকানো ফ্রি কিক ফেরানোর কোনো সুযোগই পাননি দিজোঁর গোলরক্ষক।

৫৭ মিনিটের গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে পিএসজি। ইউরি বেরচিচের শট দিজোঁর এক ডিফেন্ডার পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হলে নেইমার বাম পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন। একটু পর গোলরক্ষকের গায়ে মেরে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড।

৭৩ মিনিটে বাম দিক দিয়ে আক্রমণে ওঠা নেইমার একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে হ্যাটট্রিক পূরণ করেন। পিএসজির হয়ে এটাই তার প্রথম হ্যাটট্রিক। চার মিনিট পর নেইমারের বাড়ানো বল জালে জড়ান এমবাপে।

৮৩ মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন করেন নেইমার। এ নিয়ে চলতি লিগে ১৫ গোল হলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিওঁর চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে এমেরির দল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন