মেসির পেনাল্টি মিসে থামলো বার্সার যাত্রা

  18-01-2018 10:57AM



পিএনএস ডেস্ক: হার কি জিনিস যেন ভুলতেই বসেছিল বার্সেলোনা। টানা ২৯টি ম্যাচে অপরাজিত থাকা আরনেস্তো ভালভার্দের দল অবশেষে হারের স্বাদ নিলো। খুব বড় দল নয়, লিওনেল মেসিদের মাটিতে নামাল অপেক্ষাকৃত দুর্বল এস্পানিওল। বুধবার কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরেছে বার্সা।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৯টি ম্যাচে হারেনি বার্সা। সর্বশেষ তারা হারের স্বাদ পেয়েছিল গত বছরের আগস্টে স্প্যানিশ সুপার কাপে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে ম্যাচটি ৩-১ গোলে হেরেছিল ভালভার্দের দল।

এই ম্যাচে বার্সাকে একেবারেই চেনা যায়নি। শুরুতে লুইস সুয়ারেজকে মাঠে নামাননি ভালভার্দে। বার্সার আক্রমণভাগ তাতেই যেন ছন্দ হারিয়ে ফেলে। প্রথমার্ধের প্রায় পুরোটা সময় বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি দলটি। বিরতিতে যাওয়া আগে ৪৪তম মিনিটে পাওয়া একমাত্র সুযোগটিও নষ্ট করেন দেনিস সুয়ারেস।

অবস্থা বেগতিক দেখে ম্যাচের ৬০তম মিনিটে লুইস সুয়ারেসকে নামান ভালভার্দে। ৬২তম মিনিটে বার্সেলোনার সুযোগও আসে। এস্পানিওল নিজেদের ডি বক্সে সার্জিও রবার্তোকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক নেন দলের সবচেয়ে আস্থাভাজন লিওনেল মেসি। কে জানতো, তার শটও ঠেকিয়ে দেবেন গোলরক্ষক!

ওই গোলটি আটকে যেন আরও তরতাজা হয়ে যায় এস্পানিওল। শেষ সময়ে এসে (৮৮তম মিনিটে) বার্সাকে সবচেয়ে বড় হতাশাটা উপহার দেন অস্কার মেলেন্দো। কোনাকুনি শটে বল জালে জড়িয়ে দেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন