আজ জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার অগ্নি পরীক্ষা

  21-01-2018 08:43AM


পিএনএস ডেস্ক: ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচে রোববার (২১ জানুয়ারি) মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও শ্রীলংকা। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ এটি। জিতলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের। অন্য দিকে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে শ্রীলংকাকে। রোববার দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ে ও শ্রীলংকার ওয়ানডেটি শুরু হবে।

দাপটের সঙ্গে নিজেদের প্রথম দু’ম্যাচ জিতে বোনাস পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায় টাইগাররা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে নাস্তানাবুদ করে মাশরাফির দল।

রেকর্ড ব্যবধানে শ্রীলংকাকে হারের লজ্জা দেয় বাংলাদেশ। ১৬৩ রানের বড় ব্যবধানে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের হারের স্বাদ দেয় টাইগাররা। নিজেদের প্রথম দু’ম্যাচ জিতে দু’ওয়ানডে বাকী রেখেই ফাইনাল নিশ্চিত করে ফেলে বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশের প্রতিন্দ্বন্দি হবার দৌঁড়ে আছে জিম্বাবুয়ে ও শ্রীলংকা। লিগের প্রথম পর্ব শেষে একটি জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১২ রানে হারায় লংকানদের। লিগ পর্বের শেষ দু’ম্যাচের একটি জিতলেই ফাইনালে নিশ্চিত হবে ৪ পয়েন্ট সংগ্রহে রাখা জিম্বাবুয়ের।

লিগের প্রথম পর্বে বাংলাদেশ-জিম্বাবুয়ে জয়ের স্বাদ পেলেও, জয়হীন রয়েছে শ্রীলংকা। প্রথম দু’ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শংকায় লংকানরা। ফাইনালের খেলা আশা বাঁচিয়ে রাখতে হলে শেষ দু’ম্যাচে শ্রীলংকাকে জিততেই হবে। সেই সঙ্গে জিম্বাবুয়ের হারের প্রার্থনাও করতে হবে লংকানদের।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন