‘দলে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো’

  22-01-2018 03:21PM

পিএনএস ডেস্ক : দলের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো বলে মনে করেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। তার মতে, সাকিব-মুশফিক দু’জনেই তিন নম্বর পজিশনের জন্য ভালো ও নিভর্রযোগ্য ব্যাটসম্যান। বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত।

সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তামিম। জানান, দলের নানা দিক নিয়ে তার অভিমত। বলেন, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা অথবা জিম্বাবুয়ে যেই উঠুক আমাদের লক্ষ্য শিরোপা জয়।

দল যখন ভালো খেলে তখন সবার দায়িত্ব আরও বেড়ে যায় বলে মনে করেন তামিম। বলেন, প্রতি ম্যাচে আগের ম্যাচ থেকে একটু ভালো খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামা উচিত। আমি কিছুটা হতাশ, কারণ আমার ওয়ানডে সেঞ্চুরি সংখ্যা আরো বাড়তে পারতো।

তিনে ব্যাট করার জন্য সাকিব-মুশফিক দু’জনই যোগ্য উল্লেখ করে তামিম বলেন, তিন নম্বর খুব ভাইটাল একটা পজিশন। এখানে আপনাকে এক বল পর থেকেও খেলতে হতে পারে, আবার ২৫ ওভারের পরও নামতে হতে পারে। ব্যাট হাতে দ্রুতই মানিয়ে নেয়ার একটা বিষয় থাকে। সাকিব-মুশফিক দু’জনই এই পজিশনের জন্য যোগ্য। কে কখন নামবে এটা পারফরম্যান্সের ভিত্তিতে টিম ম্যানেজমেন্ট ঠিক করবে বলে জানান তিনি।

গত ৩/৪ বছরের মধ্যে বাংলাদেশের পেসাররা সেরা ফর্মে আছে বলেও মন্তব্য করেন এই ড্যাশিং ওপেনার।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন