প্রধান কোচ ছাড়াই শ্রীলঙ্কা সফরে সাকিবরা !

  12-02-2018 11:40PM

পিএনএস ডেস্ক: আগামী মার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ দল। তবে এই সফরেও প্রধান কোচ পাচ্ছেন না তামিম-সাকিবরা। শুধু তাই নয়। কবে নাগাদ প্রধান কোচ নিয়োগ দেয়া হবে সে বিষয়েও স্পষ্ট করে বলতে পারছে না বিসিবি।

চন্দিকা হাথুরুসিংহে সরে দাঁড়ানোর পর থেকে প্রধান কোচ পায়নি বাংলাদেশ। যে দুইজন কোচকে সাক্ষাৎকারের জন্য ডেকেছিল বিসিবি তারা এরই মধ্যে নতুন দায়িত্বে যুক্ত হয়ে গেছেন। বিসিবি পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, প্রধান কোচের জন্য তাদের অনুসন্ধান চলছে। তবে শ্রীলঙ্কা সফরের আগে কোচ নিয়োগের সম্ভাবনা খুব কম বলে মনে করছেন তিনি।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (১২ ফেব্রুয়ারি) জালাল ইউনুস জানান, যতভাবে সম্ভব প্রধান কোচ নিয়োগে কাজ করে যাচ্ছেন তারা।

এ বিষয়ে তিনি বলেন,‘ মূলত আমরা কোচ নিয়েই বসেছিলাম। যেহেতু প্রধান কোচ খুব গুরুত্বপূর্ণ, এখন আমাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ। বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোর্সে আমরা চেষ্টা করছি যেন বাংলাদেশের জন্য যে ধরনের কোচ দরকার তেমন কাউকে নিয়োগ দিতে পারি। তেমন কাউকে নিয়োগ দিতে চাওয়াতেই দেরি হচ্ছে।’

গত মাসে প্রধান কোচ ছাড়াই ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজও অনুষ্ঠিত হয়েছে প্রধান কোচ ছাড়া। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও প্রধান কোচ ছাড়াই খেলবে টাইগাররা। কারণ হুট করে কাউকে নিয়োগ দিতে চাইছে না বিসিবি।

এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন,‘ হঠাৎ করে কাউকে নিয়োগ দিতে চাই না। দলের জন্য যেমন কোচ দরকার তেমন একজনকেই নিয়োগ দিতে চাই আমরা। সেজন্যই দেরি হচ্ছে। শ্রীলঙ্কা সফরের আগে নিল ম্যাকেঞ্জি ও মাইকেল বেভান ব্যাটিং কোচ হিসাবে বিবেচনায় আছেন। হাতে সময় কম। তাই এই সফরের আগে ব্যাটিং কোচ আনা সম্ভব নাও হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের হেড কোচের অবশ্যই দরকার। খেলোয়াড়রাও বলছে। একটি স্কুলে সবরকমের শিক্ষক থাকতে পারে। কিন্তু হেড মাস্টার অবশ্যই দরকার আছে।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন