ছক্কার রেকর্ড গড়ল টাইগাররা

  11-03-2018 12:35PM

পিএনএস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে গতকালের ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় পায় বাংলাদেশ। পাশাপাশি রেকর্ড গড়েছে ছক্কাও হাঁকানোতেও। আর ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ভাগ বসিয়ে দলীয় রেকর্ডে সাহায্য করেন লিটন দাশ।

টি-টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ছয় ছিল ৮টি। আর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ম্যাচে ১২টি ছক্কা হাঁকায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। ২০১৩ সালে ঢাকায় নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ৮ ছয় হাঁকায় বাংলাদেশ। পরের বছর নেপালের বিপক্ষে ও ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় ৮ ছয় হাঁকায় টাইগাররা।

এদিন লিটন দাশ ১৯ বলে ৪৩ রানের ইনিংসে হাঁকান সর্বোচ্চ ৫টি ছক্কা। টি-২০’তে এক ইনিংসে বাংলাদেশের হয়ে তার সমান ছক্কা আছে কেবল নাজিম উদ্দিন, জিয়াউর রহমান, ও তামিমের।

একই দিন ম্যাচ জয়ী ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ৩৫ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলার পথে চারটি ছক্কা হাঁকান মুশফিক। ম্যাচ শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মুসফিক।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন