বড় পুঁজির পথে শ্রীলঙ্কা

  12-03-2018 11:13PM


পিএনএস ডেস্ক: আবারও কুশল মেন্ডিস ঝড়। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে বড় পুঁজির পথ গড়ে দিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভার শেষে ৪ উইকেটে ১১৩ রান তুলেছে লঙ্কানরা।

বৃষ্টির কারণে টি-টোয়েন্টি ম্যাচটি এক ওভার কমে এসেছে, দুই দল পাবে ১৯ ওভার করে। শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। দানুষ্কা গুনাথিলাকা আর কুশল মেন্ডিস ১৩ বলের উদ্বোধনী জুটিতেই তুলেছেন ২৫ রান। ৮ বলে ১৭ রান করে শার্দুল ঠাকুরের শিকার হয়েছেন গুনাথিলাকা।

এরপর কুশল পেরেরাকে ৩ রানের বেশি এগোতে দেননি ওয়াশিংটন সুন্দর। তবে তৃতীয় উইকেটে উপুল থারাঙ্গাকে নিয়ে ৬২ রানের জুটি গড়েছেন কুশল মেন্ডিস। ২৪ বলে ২২ রান করে থারাঙ্গা বোল্ড হয়ে যান বিজয় শঙ্করের বলে।

তবে মেন্ডিস ফিফটি তুলে নিতে ভুল করেননি। মাত্র ৩১ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটসম্যান। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও ফিফটি করেছিলেন তিনি।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন