কালো ব্যাজ পরে কাল মাঠে নামবে বাংলাদেশ দল

  13-03-2018 03:48PM


পিএনএস ডেস্ক: কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় পুরো দেশ শোকে মুহ্যমান। এই শোক স্পর্শ করেছে নিদাহাস ট্রফি খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করা বাংলাদেশ ক্রিকেট দলকে। বিভিন্ন ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার ভয়াবহতা দেখে শোকের ছায়া নেমে এসেছে পুরো দলে।

অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, নেপালের দুর্ঘটনায় বাংলাদেশ দল কাল ভারতের বিপক্ষে ম্যাচে কালো ব্যাজ পরে নামবে।

তিনি বলেন, ‘কাল যখন আমরা খবরটা শুনলাম, খুবই মর্মাহত হয়েছি। শুনেছি সেখানে ৩৫ থেকে ৪০ জনের মতো বাংলাদেশী ছিলেন। খুবই মর্মান্তিক। তারা কারো না কারো খুব কাছের মানুষ। খুবই বেদনাদায়ক। তাদের পরিবার ও স্বজনকে সমবেদনা জানাই। সৃষ্টিকর্তা যেন তার পরিবার পরিজনের এই শোক বইবার ক্ষমতা দেন, এ দোয়া করি।’

আগামীকাল ফাইনালের দৌঁড়ে এগিয়ে থাকতে বাংলাদেশকে হারাতে হবে ভারতকে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর প্রেমাসাদা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন