ফাইনালে পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন বাংলাদেশি সমর্থকের

  18-03-2018 03:49PM

পিএনএস ডেস্ক:কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন দুই টাইগার সমর্থক শোয়েব আলী ও বুলু ঘোষ।

শুক্রবার রাতে লংকান দর্শকদের কাছে হেনস্তা ও মারধোরের শিকার হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের কাছে এই আবেদন করেছেন তারা।

শ্রীলংকার ক্রিকেটপ্রেমীরা স্বপ্ন ছিল তারাই ভারতের সঙ্গে আজকের ফাইনাল খেলবে। কিন্তু শুক্রবারের ম্যাচে মাহমুদুল্লাহর ব্যাটে তাদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। এরপরই বদলে গেছে শ্রীলংকান ক্রিকেটার ও সমর্থকদের আচরণ।

আগে টিম হোটেলের সামনে বাংলাদেশি মিডিয়া দেখলেও কিছু বলা হয়নি। শনিবার সেখানেই ছিল উল্টোচিত্র- বাংলাদেশি মিডিয়াকে হটাতে পুলিশ ডাকার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।

ক্রিকেটার-সমর্থকদের পাশাপাশি লংকান বোর্ডও রাতারাতি যেন বদলে গেছে। সেদিন রাতেই ম্যাচ রেফারির কাছে প্রেমাদাসা স্টেডিয়াম কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি অভিযোগপত্র করা হয়েছে। যেখানে তারা ড্রেসিংরুমের কাচ ভাঙার জন্য দায়ীদের শাস্তির দাবি তুলেছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন