আশরাফুল উড়ছেন

  20-03-2018 04:52PM

পিএনএস ডেস্ক : দারুণ ফর্মে আছেন মোহাম্মদ আশরাফুল। ঢাকা প্রিমিয়ার লিগে রীতিমতো উড়ছেনই। আজ বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মৌসুমের তৃতীয় সেঞ্চুরিটা তুলে নিলেন। মোহামেডানের বিপক্ষে তাঁর ১২৭ রানের ইনিংসের ওপর ভর করেই ৫০ ওভারে ২৬০ রান করেছেন কলাবাগান ক্রীড়াচক্র।

বড় অদ্ভুত কারণেই আজ খেলাটি শুরু হয়েছে দেরিতে। যানজটের কারণে ৩০ মিনিট দেরিতে মাঠে গড়ানো ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে কলাবাগান। ২০ রানে মুনিম শাহরিয়ারের উইকেট হারানোর পর মাঠে নামেন আশরাফুল। ওপেনার ওয়ালিউল করিমকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন বড় সংগ্রহের ভিত। ১৬৪ মিনিটের ইনিংসে ১২৪ বল খেলে করেছেন ১২৭। বাউন্ডারি ছিল ১৩টি, ছক্কা ৩টি। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের বলে এলবিডব্লু হয়ে ফেরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

এবারের প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত আশরাফুল। ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এই প্রথম যেন ছন্দে ফিরেছেন। এর আগেও করেছেন দুটি সেঞ্চুরি। একটি অগ্রণী ব্যাংকের বিপক্ষে (১০২), অন্যটি প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। ফিফটি পেয়েছেন একটি রূপগঞ্জের বিপক্ষে।

মোহামেডানের বিপক্ষে আজ আশরাফুলের ইনিংসের ওপরই দাঁড়িয়ে কলাবাগানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ এসেছে ওয়ালিউল করিমের ব্যাট থেকে।

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন