ভারতীয় গণমাধ্যমের বাড়াবাড়িতে ক্ষুব্ধ মাশরাফি

  21-03-2018 12:07AM

পিএনএস ডেস্ক: উত্তেজনা, বিতর্ক, শ্বাসরুদ্ধকর জয়- কি ছিল না নিদাহাস ট্রফিতে। সিরিজ শেষ হলেও থামছে না প্রতিপক্ষ দেশের গণমাধ্যমের বাড়াবাড়ি। তা ব্যবহারের ক্ষুদ্ধ বাংলাদেশের ক্রিকেটারদের থেকে শুরু করে সমর্থকরাও। বিষয়টি চোখে পড়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও।

সম্প্রতি দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে মাশরাফি বলেন, ‘পরিবার থেকে যেটা শিখেছি আমরা যদি খারাপ আচরণ করে থাকি সেটা বড়রা ধরিয়ে দেয় যেন শুধরাতে পারি।’

ভারতীয় কয়েকটি টিভিতে বাংলাদেশি ক্রিকেটারদের ‘বেত্তমিজ’ বলা হয় এবং ফাইনাল ম্যাচের আগে তারা বলে, আজ বাংলাদেশকে ‘তমিজ’ শেখাবে ভারত।

এসব দেখে খুবই হতাশ হয়েছেন মাশরাফি। তিনি বলেন, আমাদেরও তো গণমাধ্যম আছে। আমিতো দেখিনি এভাবে আক্রমন করতে বরং আলোচনা-সমালোচনা হয়েছে। খেলাকে খেলার মতই দেখা উচিৎ। খেলার মাঝে যুদ্ধের মতো কোনো আচরণের কারণ নেই। ক্রীড়া মানেই তো সুস্থ বিনোদন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন