এশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ

  12-04-2018 02:29PM

পিএনএস ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এরইমধ্যে এশিয়ার সেরাদের ১৪তম চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রথমে পাকিস্তানে ও পরে ভারতে অনুষ্ঠিত হবার কথা থাকলেও অবশেষে মধ্যপ্রাচ্যের দেশটিতেই এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে ছয় জাতির এই আসরটি। ৩০ সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্টের ফাইনাল।

২০১৮ সালের আসের দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ ‘এ’ তে আছে ভারত, পাকিস্তান ও প্লে-অফ কোয়ালিফায়ার। আর গ্রুপ ‘বি’তে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। অন্যদিকে প্লে-অফ খেলবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমান।

এক নজরে এশিয়াকাপের সময়সূচি:


গ্রুপ পর্ব:
১৮ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এবং পাকিস্তান বনাম কোয়ালিফায়ার।
১৯ সেপ্টেম্বর : ভারত বনাম কোয়ালিফায়ার।
২০ সেপ্টেম্বর : আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা।
২১ সেপ্টেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান এবং ভারত বনাম পাকিস্তান।

সুপার ফোর রাউন্ড:
২৩ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।
২৪ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ।
২৫ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ রানার্স আপ বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।
২৬ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন।
২৭ সেপ্টেম্বর : গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘এ’ রানার্স আপ।
২৮ সেপ্টেম্বর : গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ‘বি’ রানার্স আপ।
৩০ সেপ্টেম্বর: ফাইনাল

পিএনএস/আলআমীনএশিয়া কাপে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন