বৃষ্টির পর কেকেআর-হায়দরাবাদ ম্যাচ

  14-04-2018 11:49PM



পিএনএস ডেস্ক: পুরনো মাঠে ফেরাটাকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন সাকিব আল হাসান; কিন্তু বেরসিক বৃষ্টি তো আর সেটা হতে দিচ্ছে না। কলকাতার ইডেন গার্ডেন পড়েছে পুরোপুরি বৃষ্টির কবলে। যে কারণে কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটির ৭ ওভার খেলা হওয়ার পরই এখন বন্ধ হয়ে যায় বৃষ্টির কারণে। তবে ১ ঘণ্টা বৃষ্টির পর আবারও খেলা শুরু হয়।

বৃষ্টির আগে টস হেরে ব্যাট করার আমন্ত্রণ পায় কলকাতা নাইট রাইডার্স। আজ সুনিল নারিনকে দিয়ে ইনিংস ওপেন না করিয়ে ক্রিস লিনের সঙ্গে ওপেনিংয়ে নামিয়ে দেয়া হলো রবিন উথাপ্পাকে। কিন্তু এ ফর্মুলা কাজে দিল না। ৮ বল খেলে মাত্র ৩ রান করে আউট হয়ে যান উথাপ্পা। তবে ক্রিস লিন আর নিতিশ রানা মিলে কেকেআরের রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন।

৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে কেকেআরের ব্যাটসম্যানরা। বৃষ্টির আগে ২১ বলে ৩৩ রানে ক্রিস লিন এবং ১৪ বলে ১৮ রানে অপারিজত ছিলেন নিতিশ রানা। ১টি উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন