বিরাটের সঙ্গী হতে পারেন স্মিথ-ওয়ার্নার

  19-04-2018 06:00PM

পিএনএস ডেস্ক : স্যান্ডপেপার গেট কাণ্ডে তুমুল বিতর্কে পর ক্রিকেট মাঠে ফিরতে পারেন স্মিথ-ওয়ার্নার৷ সেটাও আবার ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গী হিসেবে৷

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সারের হয়ে খেলতে দেখা যেতে পারে স্মিথ-ওয়ার্নারকে৷ স্মিথ-ওয়ার্নারকে দল পেতে আগ্রহী ব্রিটিশ ক্লাব৷ আইপিএল শেষ হলে ইংল্যান্ড সফরের প্রস্তুতি হিসেবে সারের হয়ে খেলার কথা রয়েছে বিরাট কোহলিরও৷ সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান দুই ক্রিকেটারকে কোহলির সঙ্গে একই দলে খেলতে দেখা যেতে পারে৷ তবে তিন ক্রিকেটারের মধ্যে কারুর সঙ্গেই ইংল্যান্ডের ক্লাব সারের চূড়ান্ত কোনও কথা হয়নি৷

সারের কোচ মাইকেল ডি ভেনুতো জানিয়েছেন, ‘চর্চায় থাকতে গেলে স্মিথ-ওয়ার্নারের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা উচিৎ৷ তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডে শাস্তি কমিয়ে দুই ক্রিকেটারকে অন্য দেশের ঘরোয়া ক্রিকেট খেলতে দেয় কিনা সেটাও দেখার বিষয়৷’

বল বিকৃতি কাণ্ডে দোষী প্রমাণিত হওয়ায় স্মিথ-ওয়ার্নারকে সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনে পাঠিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড৷ ব্যানক্রফটকে পাঠানো হয়েছেন ন’মাসের নির্বাসনে৷

স্মিথ-ওয়ার্নারের বিষয় অজি ক্রিকেট বোর্ড গ্রিন সিগন্যাল দেখালে তারপরই দুই ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সারে৷ মার্চে দক্ষিণ আফ্রিকা সফরের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে সিরিজ পেপার দিয়ে বলের আকৃতি বিকৃত করেন অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফট৷ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন স্মিথ-ওয়ার্নারও৷

অন্যদিকে জুনে ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের অন্যতম আকর্ষণ হতে পারেন বিরাট কোহলি৷ তাঁকে দলে নেওয়ার বিষয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছে সারে৷ কোহলির সঙ্গে দ্রুত চুক্তিও সেরে ফেলতে চায় ব্রিটিশ ক্লাব৷ কোহলি নিজেও জুলাইয়ের ইংল্যান্ড সফরের আগে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সারেতে খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন৷ ইতিমধ্যে মরশুমের প্রথম দু’মাসের জন্য দক্ষিণ আফ্রিকার টেস্ট ওপেনার ডিন এলগারকে সই করিয়েছে সারে৷

অস্ট্রেলিয়ান মিচেল মার্স গোড়ালির চোটের জন্য বাদ পড়ায় তাঁর পরিবর্ত হিসেবে ব্রিটিশ ক্লাবটি এলগারের সঙ্গে চুক্তি করেছে৷ তবে মরশুমের শেষদিকে মার্সকে পাওয়া নিয়ে আশাবাদী সারে৷

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন